দ্য রিপোর্ট প্রতিবেদক : আইপিডিসি ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার জিরো কূপন বন্ড অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬০০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্সের ৫ বছর মেয়াদি বন্ডটি বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও উচ্চ সম্পদধারী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা যাবে। এক্ষেত্রে প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা।   

এই বন্ডের ম্যান্ডেটেড লীড অ্যারেঞ্জার হিসেবে দি সিটি ব্যাংক এবং ট্রাস্টি হিসেবে আইডিএলসি ফাইন্যান্স দায়িত্ব পালন করছে।

এদিকে কমিশন সভায় কিছু সংশোধনীসহ বাংলাদেশ সিকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং, সেটেলমেন্ট ও সেন্ট্রাল কাউন্টার পার্টি) বিধিমালা, ২০১৭ এর খসড়া অনুমোদন করা হয়েছে। যা জনমত যাচাইয়ের জন্য দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশিত হবে।

(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ১৫, ২০১৭)