মাদারীপুরে পাইপ দিয়ে গ্যাস নির্গত, এলাকায় আতঙ্ক
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করছেন পুলিশ ও এলাকাবাসী। কাদিরপুর ইউনিয়নের আব্দুল ওয়াহাব বেপারীরকান্দির একটি বাড়িতে নতুন টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তীব্র চাপের সঙ্গে গ্যাস নির্গত হচ্ছে। সংলগ্ন এলাকা কেঁপে উঠে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হচ্ছে। এ ঘটনা দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজলার কাদিরপুর ইউনিয়নের আব্দুল ওয়াহাব বেপারীকান্দির মালিক লাল মতির বাড়িতে শনিবার সকালে ২৫০ ফুট একটি নতুন টিউবওয়েল বসাতে শুরু করেন। ১৮০ ফুট পর্যন্ত পাইপ মাটির নিচে দেওয়ার পরে হঠাৎ করে নিচ থেকে পাইপ উপরে উঠে যায়। এরপর নিচ থেকে বালি মাটি ও পানি বের হতে থাকে। এলাকাবাসী এ ঘটনা শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে স্থানটিকে সংরক্ষণ করে রাখে।
টিউবওয়েলের মিস্ত্রি কুদ্দুস সরদার বলেন, আমরা নলকূপ বসাতে গেলে প্রায় ১৮০ ফুট পর্যন্ত পাইপ মাটির নিচে দেওয়ার পরে হঠাৎ করে নিচে থেকে পাইপ উপরে উঠে যায়। প্রচণ্ড বাতাসের সঙ্গে নিচ থেকে বালি মাটি ও পানি বের হকে থাকে। পরে বালির বস্তা দিয়ে তা আটকানোর চেষ্টা করি। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।
বাড়ির মালিক লাল মতি বলেন, ঘরের পেছনে যেখানে নলকূপ বসানো হচ্ছিল সেখানে আগে বাঁশঝাড় ছিল। কিন্তু আগে কখনও আমরা এটা টের পাইনি।
কাদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন বলেন, গ্যাস বের হওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি মাটির নিচ থেকে প্রচণ্ড গতিতে বাতাসের সঙ্গে পানি ও বালি মাটি বের হচ্ছে। ঘটনার পর থেকে এ জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গ্রামের শত শত মানুষ ঘটনাটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শিবচর থানার ওসি (তদন্ত) আরশেদ আলী বলেন, খবরটি শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে এলাকা সংরক্ষণের জন্য পুলিশ পাহারা রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। বিষয়টি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পেট্রোবাংলাকে খবর দিয়েছেন। শিগগিরই তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
প্রাথমিকভাবে এটা বড় কোনো ঘটনা নয় বলে তিনি জানান।
গ্যাসক্ষেত্র নিরূপণের দ্রুত দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)