দ্য রিপোর্ট ডেস্ক : হুয়ান মাতার করা একমাত্র গোলে ইউরোপা লিগের শেষ আটে উঠেছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রোস্তভকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।

এর আগে প্রথম লেগের ম্যাচটি রোস্তভের মাঠে ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে রেড ডেভিলসরা।

ম্যাচের প্রথমার্ধ দুই দলই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণে রোস্তভের জালে বল জড়ান ইউনাইটেডের স্প্যানিশ ফরোয়ার্ড মাতা। বাকি সময়ে কোন দল আর জালের ঠিকানা খুঁজে পায়নি। এতে রাশিয়ান দলটির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

শুক্রবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। শেষ আটের প্রথম লেগ হবে ১৩ এপ্রিল এবং দ্বিতীয় লেগ মাঠে গড়াবে একই মাসের ২০ তারিখে।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ১৭, ২০১৭)