খুলনা ব্যুরো : খুলনায় জানুয়ারি মাসে ১২ জন খুন ও ৬টি ধর্ষণের ঘটনাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। এ সব ঘটনায় ৯টি থানায় ১৩৮টি এবং মহানগরীর ৮টি থানায় ৯৯টি মামলা দায়ের হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিস মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. নূরুল হক।

সভায় চলমান উপজেলা নির্বাচনে ভোটারা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সে পরিবেশ নিশ্চিত করা, শহরের হোটেল ও মেসগুলোতে অপরিচিত লোকদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো, অনুমোদিত হোটেল ও বার থেকে মাদকদ্রব্য যাতে বাইরে না যায়, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা, সন্ত্রাসীরা যাতে নগরীতে আস্তানা গড়তে না পারে সে দিকে নজর রাখা এবং সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সংশিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম আরিফ পাশা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব এবং কেএমপির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।

সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, মহানগর ব্যতীত জেলার ৯টি থানায় জানুয়ারি মাসে ডাকাতি একটি, রাহাজানি চারটি, চুরি আটটি, খুন সাতটি, অস্ত্র আইনে ছয়টি, অস্ত্র উদ্ধার ১০টি, দ্রুত বিচারে একটি, ধর্ষণ চারটি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য ১০টি এবং অন্যান্য আইনে ৮৭টিসহ মোট ১৩৮টি মামলা দায়ের হয়। ডিসেম্বরে মামলা দায়ের হয়েছিল ১৪৯টি।

মহানগরীর আটটি থানায় জানুয়ারি মাসে রাহাজানি একটি, চুরি সাতটি, খুন পাঁচটি, অস্ত্র আইনে দুটি, অস্ত্র উদ্ধার একটি পিস্তল ও আটটি কার্তুজ, দ্রুত বিচার তিনটি, ধর্ষণ দুটি, অপহরণ একটি, নারী ও শিশু নির্যাতন ১২টি, মাদকদ্রব্য ৩১টি এবং অন্যান্য ৩৫টিসহ মোট ৯৯টি মামলা দায়ের হয়েছে।

(দ্য রিপোর্ট/এটি/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)