দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আগামী ২০ মার্চ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেশ নাটকের নতুন প্রযোজনা ‘সুরগাঁও’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এটি দেশ নাটকের ২২তম প্রযোজনা।

মাসুম রেজা বলেন, ‘যারা অন্যায় যুদ্ধে লিপ্ত তারা সমগ্র মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধের নামে তারা রাষ্ট্রের শান্তি নষ্ট করে, লুন্ঠন করে সম্পদ ও সম্ভাবনা। ইতিহাস আর ঐতিহ্য বিনাশ করে। আমাদের প্রেম ও প্রণয়ের দিনগুলি হয়ে ওঠে অস্থির, জটিল। এই জ্যামিতি দিয়ে সহজ এক সরলরেখা এঁকেছি ‘সুরগাঁও’ নাটকে। ২০ মার্চ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে আমন্ত্রণ।’

নাটকটিতে মোট ২৩টি চরিত্র রয়েছে। চরিত্রগুলোর নামগুলোও অন্য রকম—আসমান, ওষ্ঠকালা, বাঁশিবুড়ি, পানাই, রাকেপ, বহাই, মুজলি বেগম, ইন্দ্রমুখী, আসমান, সুহি, কাবিল।

চলতি বছরের ২০ জানুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এই নাটকের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে ১৬ বছর পর কোন নাটক নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/মার্চ ১৮, ২০১৭)