বাংলাদেশি হিন্দু অভিবাসীদের জায়গা দেব : মোদি
দ্য রিপোর্ট ডেস্ক : বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে আগত হিন্দু অভিবাসীদের ভারতের মাটিতে জায়গা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির মনোনীত প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আসামের রামনগরে গণর্যালিতে শনিবার মোদি বলেন, ‘আমরা কেন্দ্রের ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে আগত হিন্দু অভিবাসীদের স্থান দেওয়া হবে।’
তিনি বলেন, ‘অন্য দেশে হয়রানির শিকার হিন্দুদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তারা কোথায় যাবে? ভারত তাদের জন্য একমাত্র জায়গা। আমাদের সরকার তাদের হয়রানি করবে না। আমরা তাদের বাসস্থানের ব্যবস্থা করব।’
মোদি বলেন, ‘এর অর্থ এই নয় যে, আসামকেই এ বোঝা বহন করতে হবে। এটা তাদের প্রতি অন্যায় হবে। তাদের (অভিবাসী হিন্দুদের) সুযোগ-সুবিধাসহ দেশের বিভিন্ন স্থানে পুনর্বাসিত করা হবে যেন তারা নতুন জীবন শুরু করতে পারেন।’
এর আগে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতা অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাকিস্তান থেকে বহু হিন্দু গুজরাট ও রাজস্থানে এসেছিল। তখন বাজপেয়ী তাদের বিভিন্ন রাজ্যে পুনর্বাসিত করেছিলেন বলেও উল্লেখ করেন মোদি।
মোদি বলেন, ‘বাংলাদেশ থেকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ ও হয়রানির শিকার এই দুই প্রকৃতির লোক আসামে আসে।’
তিনি বলেন, ‘ভোট-ব্যাংক রাজনীতির শিকার ও অপরাধীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে দ্বিতীয় প্রকারের লোকদের এই দেশে থাকার ব্যবস্থা করা হবে।’
বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশে হিন্দুদের ওপর হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
মোদি বলেন, ‘আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে হিন্দুদের হয়রানির বিষয়টি সহ্য করবেন না শেষ করতে পদক্ষেপ নেবেন। বিশ্বাস করুন, আমরা ক্ষমতায় এলে দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেব এবং আইনের বিজয় নিশ্চিত করব।’
প্রসঙ্গত, দেশটিতে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনকে ঘিরে হিন্দুদের ভোট নিজেদের পক্ষে নিতে বেশ জোরেশোরেই প্রচারণায় নেমেছে বিজেপি। হিন্দুত্ববাদী এই দলটি ইতোমধ্যেই হিন্দুদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এসকে/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)