পাকিস্তানে হেলিকপ্টার হামলায় ৯ তালেবান নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক তালেবান সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার গানশিপ হামলায় অন্তত ৯ তালেবান সদস্য নিহত হয়েছেন।
পাহাড়ি উপজাতি অধ্যুষিত হাঙ্গু জেলার থাল গ্রামে শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
শান্তি আলোচনার শর্ত হিসেবে পাকিস্তান সরকারের চাহিদানুযায়ী তালেবানরা প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা করতে অস্বীকৃতি জানানোর পরপরই এই হামলার ঘটনা ঘটল। তালেবানরা দাবি করেন পাকিস্তান সরকারকেই প্রথমে অস্ত্রবিরতি ঘোষণা করতে হবে।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের খাইবার পাখতুনখোয়া উপজাতি এলাকায় বিমান হামলায় অন্তত ২০ সন্দেহভাজন তালেবান ‘জঙ্গি’ নিহত হন।
গত সপ্তাহে পাকিস্তান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষিতেই এ হামলা শুরু হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানের ক্ষমতা গ্রহণের পরপরই তালেবানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেন।
কিন্তু তালেবানরা রাষ্ট্রীয় নিরাপত্তাবাহিনীর ওপর হামলা অব্যাহত রাখায় এবং সরকারকেই আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এমন দাবিতে অনড় থাকায় শান্তি আলোচনা বারবার ভেঙ্গে পড়ে।
এ ছাড়া তালেবানরা নিরাপত্তাবাহিনী কর্তৃক আটককৃত তাদের বেসামরিক লোকদের ছেড়ে দেওয়ারও দাবি করে। অন্যদিকে, তালেবানদের নারী ও শিশুসহ বেসামরিক লোকদের আটক করে রাখার অভিযোগ অস্বীকার করে পাকিস্তান সেনাবাহিনী জানায়, তাদের কাছে এমন কোনো বন্দী নেই। সূত্র : এনডিটিভি।
(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)