নাটোর প্রতিনিধি : নাটোর জেলায় দত্তপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) ভোরে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকরা হলেন- দত্তপাড়ার গোয়ালডাঙ্গা এলাকার ইউনূস আলী ভূঁইয়ার ছেলে আব্দুল কাদের ও একই এলাকার ইউনূস আলীর ছেলে আবু সাঈদ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার (১৮ মার্চ) রাতে শহরের দত্তপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী সোহেল আহম্মেদের প্রতিষ্ঠানে গিয়ে অস্ত্র দেখিয়ে এক হাজার টাকা কেড়ে নেয় আব্দুল কাদের ও আবু সাঈদ। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি পুলিশকে অবহিত করে ব্যবসায়ীরা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার ভোর রাতে পুলিশ অভিযুক্তদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আব্দুল কাদেরের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুল কাদেরের বিরুদ্ধে আদালতে একটি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও আবু সাঈদের বিরুদ্ধে এলাকায় অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ১৮, ২০১৭)