রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেলব্রিজের কাছ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুঠিয়া থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।

রাজশাহীর পুঠিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান জানান, রাজশাহী জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা গিয়ে মৃতদেহের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)