চট্টগ্রামে ৬ লাখ ইয়াবা উদ্ধার : আটক ৮
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার চরপাড়া স্লুইস গেট এলাকা থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় ৬ মিয়ানমার নাগরিকসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) ভোরে র্যাব এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ইয়াবার একটি চালান পাচারের খবর পেয়ে ভোর ৫টার দিকে র্যাবের একটি টিম পতেঙ্গার সমুদ্র এলাকা চরপাড়া স্লুইচ গেটে অবস্থান নেয়।
এ সময় ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের কাছ থেকে ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ থেকে সমুদ্রপথে এসব ইয়াবা দেশের বিভিন্ন জেলায় পাচার করছিল চোরাকারবারিরা।
(দ্য রিপোর্ট/এম/মার্চ ১৯, ২০১৭)