ইউক্রেনের প্রেসিডেন্টকে অপসারণে সংসদে বিল পাস
দ্য রিপোর্ট ডেস্ক : প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণে এবং আগামী ২৫ মের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে ইউক্রেনের সংসদে একটি বিল পাস করা হয়েছে। ৩২৮ জন এমপি এই বিলের পক্ষে ভোট দেন। ইউক্রেনের সংসদে মোট আসন সংখ্যা ৪৫০।
তবে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বলে জানান তার মুখপাত্র। তিনি সংসদের এ পদেক্ষেপকে একটি ‘অভ্যুত্থান’ হিসেবেও আখ্যা করেন।
এদিকে, শনিবার বিকেলের মধ্যেই দেশটির সংসদ ও প্রেসিডেন্ট প্রাসাদসহ রাজধানী কিয়েভের পুরোটাই বিরোধীদের নিয়ন্ত্রণে চলে আসে। এ সময় ইয়ানুকোভিচ কিয়েভ রাজধানী ছেড়ে পালিয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়া সীমান্তে অবস্থিত প্রাদেশিক শহর খারকিভে চলে যান।
ইয়ানুকোভিচ সেখানকার গভর্নর ও স্থানীয় নেতাদের সঙ্গে মিলে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ও কৃষ্ণসাগরীয় দ্বীপ ক্রিমিয়া নিয়ে আলাদা একটি সরকার গঠনের পরিকল্পনা করেন এবং এ বিষয়ে তিনি রাশিয়ার সহায়তা কামনা করেন।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক সহায়তা চুক্তির পর থেকে দেশটির চলমান সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)