চরফ্যাশনে বিএনপির গণসংযোগে হামলা : সংবাদকর্মীসহ আহত ৩০
ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেনের গণসংযোগে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। উপজেলা সদরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চালানো এ হামলায় দিগন্ত টিভির জেলা প্রতিনিধি, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টারসহ ৩০ জন আহত হয়েছেন।
আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
স্থানীয়রা জানান, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন (দোয়াত-কলম) গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
(দ্য রিপোর্ট/জেএসবি/এসকে/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)