বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে প্রধান সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করছে ইয়ং স্টার নামের একটি ক্লাব। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা।

পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে জেলা আওয়ামী লীগ অফিসসংলগ্ন বান্দরবান বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে প্রতিষ্ঠানটি স্থাপনা ও পানির রিজার্ভার নির্মাণকাজ শুরু করে। ক্লাব ভবনের নির্ধারিত জায়গা ছেড়ে প্রধান সড়কের প্রায় ৪-৫ ফুট জায়গা দখল করে এই স্থাপনা নির্মিত হচ্ছে। একই ভাবে পাশে অবস্থিত খানকা মার্কেটের কয়েকজন দোকান মালিক প্রধান সড়ক দখল করে দোকানের জায়গা বাড়ানোর চেষ্টা করে।

ইয়ং স্টার ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য রুপন দাশ এ প্রসঙ্গে বলেন, ‘সকলেই দখল করে দোকানের স্থাপনা নির্মাণ করেছে। আমরাও করছি, অন্যদের বিষয় চোখে দেখা যায় না।’

স্থানীয় বাসিন্দা জিয়াউল হক, মহিউদ্দিনসহ অনেকে দ্য রিপোর্টকে জানান, বান্দরবান বাজারে সড়ক দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালীরা। শুধু ইয়ং স্টার ক্লাব নয়; বাজারের চার নাম্বার গলিসহ অভ্যন্তরীণ সড়ক ও ফুটপাতগুলোর বেশিরভাগই দখল হয়ে গেছে। অভিযোগ দেওয়ার পরও পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগগুলো দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা দ্য রিপোর্টকে জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে ইয়ং স্টার ক্লাবের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে স্থানীয়রা এখন অনেক সচেতন।

ফুটপাত ও সড়ক দখল বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)