দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নতুন নাটক  ‘আওয়ার কান্ট্রিজ গুড’। গত ৮ই ফেব্রুয়ারি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক থমাস কেনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে এই নাটকটি লিখেছেন ব্রিটিশ নাট্যকার টিম্বারলেক ওয়ের্টেনবেকার। বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। ঢাকা থিয়েটারের ৪৬তম এ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফখরুল বাসার, মিলি বাসার, শুভাশীষ ভৌমিক, রোজী সিদ্দিকী, মিলু চৌধুরী, সেতু ফাল্গুনী, ফারজানা চুমকি, মাহমুদুর রহমান, তাহমিদা নার্গিস, ইউসুফ খসরু, সাইদ রিংকু, বাদল, মোস্তাফা রতন, তারিকুল ইসলাম, সাজ্জাদুর সাজ, সৌদ, সম্রাট, অনিক, রজব, তারেক প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ২০, ২০১৭)