চট্টগ্রামে মাইক্রোবাসসহ ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে গাড়িতে ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ স্টিকার লাগিয়ে প্রতারণার অভিযোগে একটি মাইক্রোবাসসহ আরিফুর রহমান আসাদ (৩২) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আরিফুর রহমান আসাদকুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন মঘুয়া ভোলাইন বাজার গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে সে চট্টগ্রামেরহালিশহর থানার উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় থাকে।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার মধ্যরাতে গোপন খবরের ভিক্তিতে ডিবির একটি দল নগরীরডবলমুরিং থানাধীন ঈদগাঁ মুনমুন কমিউনিটি সেন্টারের সামনে বিশেষ অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ আরিফুর রহমান আসাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার গাড়িতে ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ স্টিকার লাগানো ছিল। এ ঘটনায় আসাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/মার্চ ২০, ২০১৭)