দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড ও বাড্ডায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের ৫ জঙ্গিকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জেহাদী বই ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি আটক করা হয়। আটকদের নাম পরিচয় জানা যায়নি। তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া ৫ জনের মধ্যে ২ জন ইঞ্জিনিয়ারও রয়েছে।

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওরান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এখানে উল্লেখ্য, নব্য জেএমবির সমন্বয়ক ছিলেন তামিম চৌধুরী। নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে নিহত হন তিনি। অপরদিকে সরোয়ার জাহান নব্য জেএমবির অর্থের যোগানদাতা ছিলেন। গাজীপুরে একটি জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় পালাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এমকে/এনআই/মার্চ ২১, ২০১৭)