দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ২৫৯ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে মুশফিকবাহিনী। আর ওই ম্যাচটি ছিল বাংলাদেশের ক্রিকেটে শততম টেস্ট। ফলে শততম টেস্টটিকে জয় দিয়েই স্মরণীয় করে রাখল টাইগাররা। এবার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার অপেক্ষা। তার আগে দেশে ফিরে আসলেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মুমিনুল হক।

সোমবার দুপুরে দেশে ফিরেছেন টেস্ট দলের তিন ক্রিকেটার মিরাজ, মুমিনুল ও তাইজুল। ওয়ানডে দলে না-থাকা এই ক্রিকেটাররা এখন ব্যস্ত হয়ে যাবেন ইমার্জিং কাপ নিয়ে। এরপর প্রিমিয়ার লিগ। ওয়ানডে দলে না-থাকা পেসার কামরুল ইসলাম অবশ্য ফেরেননি তাঁদের সঙ্গে। তাঁর নববিবাহিত স্ত্রী দু-তিন দিন হলো কলম্বো গেছেন।

দেশে ফিরে নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে মিরপুরে মিরাজ সাংবাদিকদের বলছিলেন, ‘বুঝতেই পারছেন এ রকম একটা দিনের সাক্ষী হয়েছি, খুব ভালো লাগছে। শততম টেস্ট খেলা এবং তাতে জয়ের অনুভূতি অন্য রকম।’

মিরাজের অবশ্য একটু বাড়তি আনন্দ হতেই পারে। কেননা জয়সূচক রানটা তার ব্যাট থেকেই এসেছে। এ বিষয়ে তার মন্তব্য, ‘শ্রীলঙ্কার মাটিতে এ রকম টেস্ট জয় বাংলাদেশের জন্যই বড় এক অর্জন। তার ওপর আমার ব্যাট থেকে এসেছে শেষ ২ রান, আমার সারা জীবন এটা মনে থাকবে ইংল্যান্ডের বিপক্ষে জেতা টেস্টেও শেষ উইকেটটা আমি পেয়েছিলাম। সে জন্য আরও বেশি ভালো লাগছে।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মার্চ ২১, ২০১৭)