দ্য রিপোর্ট প্রতিবেদক :  ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে টিএসসিতে গতকাল থেকে শুরু হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব। চারদিনের এই উৎসবে ১৫টি অ্যানিমেটেড চলচ্চিত্র দেখানো হবে। প্রতিটি ছবির জন্য প্রবেশমূল্য ৫০ টাকা।

অ্যানিমেশন চলচ্চিত্রকে সব বয়সী দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতে এবং তরুণ নির্মাতাদের অ্যানিমেশন ছবি বানাতে উৎসাহিত করার জন্য এই উৎসব আয়োজন করা হয়েছে।

টিএসসি মিলনায়তনে এই চলচ্চিত্র আসরের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী ও কার্টুনিস্ট শিশির কুমার ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুইয়া এবং মাইক্রোসফট বাংলাদেশ এর প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হান শোভন।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/মার্চ ২১, ২০১৭)