বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীদের হয়রানির অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি : দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দলীয় কর্মীদের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত কুমারখালী ও খোকসা উপজেলার চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম আনসার প্রামাণিক ও আমজাদ হোসেন। ২৭ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে শনিবার সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম আনসার প্রামাণিক ও খোকসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন।
বক্তব্যে তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কুমারখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান ও খোকসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সদর উদ্দিন খানের পরিবারের সদস্য এবং তাদের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুমারখালী-খোকসা আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)