খুলনায় ইউনিয়ন নেতাকে ক্রসফায়ারের হুমকি
খুলনা ব্যুরো : খুলনা-দৌলতপুর বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিম বন্দকে ক্রসফায়ারের হুমকি দিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন ইউনিয়নের নেতাকর্মীরা।
পরে পুলিশ কমিশনার ও ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। নগরীতে সিএনজি চালানো নিয়ে এ ঘটনার সূত্রপাত।
হালিম বন্দ অভিযোগ করেন, নগরীতে সিএনজি চালানোর ব্যাপারে বাধা দেওয়ায় তাকে ডিবি পুলিশের এসি জিয়াউর রহমান মোবাইল ফোনে তিন ঘণ্টার মধ্যে তুলে নিয়ে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন।
তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সকল ট্রেড ইউনিয়ন নিয়ে বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন পুলিশ কমিশনার। সেখানে সিদ্ধান্ত হবে নগরীতে সিএনজি চলবে কি-না।
(দ্য রিপোর্ট/এটি/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)