দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টা ১০মিনিটে।

বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন-পূর্ববর্তী সহায়ক সরকার, আগামী নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ২১, ২০১৭)