শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দাম্পত্য কলহের জের ধরে স্বামী সৈয়দুর রহমানকে হত্যার দায়ে স্ত্রী আছমা আক্তারকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার নথির সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামে দাম্পত্য কলহের জের ধরে গত ২০১৪ সালের ১৪ জুলাই সকালে স্বামী সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী আছমা আক্তার কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ব্যাপারে ওইদিনই নিহতের ছেলে বাদি হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। পরে ঝিনাইগাতী থানা পুলিশ আসামি আছমাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার ওই দণ্ডাদেশ প্রদান করেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ২১, ২০১৭)