মধ্যপাড়া খনিতে নতুন করে পাথর উত্তোলন রবিবার
দিনাজপুর প্রতিনিধি : শ্রমিক আন্দোলনের মুখে প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে নতুন প্রযুক্তিতে রবিবার ফের পাথর উত্তোলন শুরু হচ্ছে।
নতুন চুক্তিবদ্ধ বেসরকারি কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
গত বছরের ২৫ নভেম্বর থেকে খনি শ্রমিকদের আন্দোলন এবং নতুন চুক্তির কারণে প্রায় তিন মাস পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ থাকে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মীর আ. হান্নান জানান, গত বছরের ২ সেপ্টেম্বর ১ হাজার ৪০০ কোটি টাকার বিনিময়ে সরকারের সঙ্গে জিটিসির চুক্তি হয়। ২৬ নভেম্বর থেকে কোম্পানিটির খনির দায়িত্বভার গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং ২০ ফেব্রুয়ারি হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
চুক্তির শর্তানুযায়ী জিটিসি ২৭ জানুয়ারি নতুন করে খনি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি জিটিসি ১৮৯ জন খনি শ্রমিককে নিয়োগ দেয়। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হবে বলে জানান আ. হান্নান।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড গত ২৫/৫/২০০৭ তারিখ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করে। শুরুতে এক শিফটে প্রতিদিন প্রায় এক হাজার থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা যেত, যা চাহিদার তুলনায় খুবই কম। আস্তে আস্তে কোম্পানিটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়।
জিটিসি নতুন প্রযুক্তি ব্যবহার করে দেশি দক্ষ শ্রমিক এবং বিদেশি দক্ষ জনবল দিয়ে খনিতে তিন শিফটে প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার মেট্রিক টন পাথন উত্তোলনের আশা করছে।
(দ্য রিপোর্ট/এমআইআর/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)