দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা মঞ্চকুসুম শিমুল ইউসুফ গতকাল (২১ মার্চ) ৬০তম বসন্তে পা রাখলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে এ উপলক্ষে সন্ধ্যায় আয়োজন করা হয় ‘জয়ন্তী মঞ্চকুসুম শিমুল’ শিরোনামের অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম সন্ধ্যায় দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা এসেছিলেন শিমুলকে শুভেচ্ছা জানাতে।

গান, নাচ আর কথামালায় রঙিন হয়ে উঠে পুরো আয়োজন। ছবিতে দেখে নিন দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের কিছু দৃশ্য। আজ বুধবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের পরিবেশনা।

ছবি তুলেছেন : হাসান রেজাউল

গান পরিবেশন করছেন সুবীর নন্দী

শুভেচ্ছায় সিক্ত শিমুল ইউসুফ

কহে বীরাঙ্গনা নাটকের অংশ বিশেষ অভিনয়ের মাধ্যমে শুভেচ্ছা নিবেদন করছেন জ্যোতি সিনহা

নিজের লেখা শংসাবচন পাঠ করছেন রূবাইয়াৎ আহমেদ

কথামালায় জ্যোতি সিনহা, শিমুল ইউসুফ ও তামান্না রহমান

গান পরিবেশন করছেন ফেরদৌস আরা

মঞ্চে উপবিষ্ট অগ্রজ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা

শিমুলের গানের সঙ্গে নাচ পরিবেশন করছেন তামান্না রহমান

মধ্যমণি শিমুল ইউসুফ

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/মার্চ ২২, ২০১৭