জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ (সদর) আসনের এমপি ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরাকে শোকজ ও তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। জামালপুর সার্কিট হাউসে শনিবার রাত ১১টার দিকে এক জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল হামিদ, সদর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ ও অ্যাডভোকেট হামিদুর রহমান।

দলীয় সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দের পক্ষে নির্বাচনী কাজে দায়িত্বশীল না হওয়ায় এবং ওই সমস্ত নেতাদের নিজস্ব কেন্দ্রে তার পরাজয়ের কারণ বিশ্লেষণে জেলা আওয়ামী লীগ এক জরুরি বর্ধিত সভার আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্যাহর সভাপতিত্বে সভায় ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন। কিন্তু সাবেক ভূমিমন্ত্রী ও সদর আসনের এমপি উপস্থিত ছিলেন না। সভায় উপস্থিত নেতাদের মতামতের ভিত্তিতে আব্দুল হামিদ, অ্যাডভোকেট হামিদুর রহমান এবং আফজাল হোসেন বিদ্যুৎকে সাময়িক বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

এ ছাড়া একই অভিযোগে জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার দায়িত্বে অবহেলা ও তার নিজস্ব কেন্দ্রগুলোতে দলীয় প্রার্থী পরাজিত হওয়ার কারণ জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবার দিতে শোকজ করেছে জেলা কমিটি।

এ বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্যাহর কাছে জানতে চাইলে তিন নেতাকে সাময়িক বহিষ্কার ও সাবেক ভূমিমন্ত্রীকে শোকজের বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)