দ্য রিপোর্ট ডেস্ক : ভেনিজুয়েলায় পুলিশ ও বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারাকাসে ১০ হাজারের মতো বিক্ষোভকারীর অভিযাত্রা শেষে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আলতামিরা জেলায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ছোড়ে আর বিরোধীরা পাল্টা পাথর নিক্ষেপ করে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এদিকে, বামপন্থী নিকোলাস মাদুরোর সমর্থকরা সেন্ট্রাল কারাকাস ও অন্যান্য শহরে অভিযাত্রা করে।

পুলিশি তৎপরতা শুরু হওয়ার পর গত দুই সপ্তাহে দেশটিতে ১০ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

মাদুরো বলছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ডানপন্থী দলগুলো সরকারকে অস্থিতিশীল করতে সন্ত্রাস-সহিংসতা শুরু করেছে।

হাজার হাজার সমর্থকের সামনে মাদুরো বলেন, আমাদের শক্তিশালী গণতন্ত্র আছে। কিন্তু ভেনিজুয়েলায় নেই একটি গণতান্ত্রিক বিরোধী দল।

ভেনিজুয়েলায় অবিসংবাদিত নেতা হুগো শ্যাভেজের মৃত্যুর পর গত বছরের এপ্রিলে মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

(দ্য রিপোর্ট/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)