দ্য রিপোর্ট ডেস্ক : লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এ ছাড়াও ৪০ জন আহত হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (২২ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে।

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমেন্সের অধিবেশন চলাকালে এ হামলার ঘটনা ঘটেছে। সংসদ ভবনের কাছে ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেওয়র ঘটনা ঘটে। এর পরপরই সংসদের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি সংসদে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। অপরদিকে, ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

 

এদিকে, ওয়েস্টমিনস্টার সেতুতে গাড়ি চাপার ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হন। আহত হন আরো প্রায় ২০ জন।

এ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ঘটনা দুটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে লন্ডন পুলিশ। কেননা, এদিন ছিল বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি।

লন্ডন মেট্রোপলিটান পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। অন্য কিছু না জানা পর্যন্ত আমরা এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবেই দেখছি।’

ঘটনার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে পার্লামেন্ট ভবনেই ছিলেন। তাকে নিরাপদে সরিয়ে আনা হয় বলে তার মুখপাত্র জানিয়েছেন। ঘটনার পরপরই পার্লামেন্ট অধিবেশন মুলতবি করা হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/মার্চ ২২, ২০১৭)