দ্য রিপোর্ট প্রতিবেদক : বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের দাবিতে শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ তিনটি ফটকে তালা লাগিয়ে দিয়েছেন।

এদিকে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এদিকে, জবি হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শিক্ষার্থীরা তিব্বত হল অভিমুখে যাত্রা করবে। হলটিতে বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড টানিয়ে দিবে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে হলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)