মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলা কারাগারের পাশে হলুদক্ষেতে কাজ করার সময় পরিক্ত্যত বোমা বিস্ফোরিত হয়ে আব্দুল কাদের (৪০) নামের এক কৃষক আহত হয়েছেন।
আহত কৃষক আবদুল কাদের জানান, রবিবার সকাল সাড়ে ১০টার সময় খন্দকারপাড়ার জেলা কারাগারের পাশে তার হলুদক্ষেতে কাজ করছিলেন তিনি। এ সময় মাটির নিচে থাকা পরিত্যক্ত বোমায় আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তার দেহের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘ঘটনাটি শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/এএকি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)