দিরিপোর্ট২৪ ডেস্ক : সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত একটি চর দুবলার দ্বীপ। এই দ্বীপে প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় হিন্দুধর্মালম্বীদের বড় উৎসব 'রাসমেলা'।

ধারণা করা হয় প্রায় ২০০ বছর ধরে এই মেলা চলে আসছে। প্রতিবছর দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য পুণ্যার্থী রাসপূর্ণিমাকে কেন্দ্র করে সমুদ্রস্নান করতে আসেন। এ বছরের রাসমেলা ১৬ নভেম্বর শুরু হয়ে চলবে পাঁচ দিনব্যাপী।

(দিরিপোর্ট২৪/কেএম/এমডি/এএস/নভেম্বর ০৬, ২০১৩)