মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মিল্কিপাড়া এলাকার ফ্রেন্ডস ফিশিং নেট কারখানা থেকে ৬ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। এরসাথে কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মীরকাদিম বাজার এলাকায় অভিযান চালিয়ে ফ্রেন্ডস ফিশিং নেট কারখানা থেকে অবৈধ ৬টি মেশিন এবং ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। পরে জব্দকৃত জাল নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পাশে পুড়িয়ে নষ্ট করা হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/এনআই/মার্চ ২৩, ২০১৭)