চট্টগ্রামে সন্ত্রাসী-পুলিশে গোলাগুলি, আটক ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী ইয়া্বা জাফরকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এএসআই আলী আকবর ও কনেস্টেবল ফারুক হোসেন। তদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আটক জাফর পৌরসভার মেয়র জাফরউল্লাহ টিটুর অনুসারী হিসেবে পরিচিত। তার বাড়ি বাউরিয়া ইউনিয়নে।
জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) রেজাউর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, জাফর নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ঐ সন্ত্রাসী ও তার সহযোগিরা। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। সন্ত্রাসীদের গুলিতেদুই পুলিশ সদস্য আহত হয়েছে। পরে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জাফরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।এ ঘটনার পর সন্দ্বীপে পুলিশের বিশেষ অভিযান চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ স্থানীয় যুবলীগ নেতা লোহা বাবুলকে গুলি করে তার দলের প্রতিপক্ষ গ্রুপ। এরই জের ধরে বুধবার (২২ মার্চ) পৌর কমপ্লে্ক্স এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিজ বাসায় আহত হন এক নারী।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ২৩, ২০১৭)