ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিয়োগ সোমবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান সোমবার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রাজধানীর বিচার ও প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রবিবার সকালে যুগ্ম-জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, ‘৫৪ দিন ধরে ট্রাইব্যুনাল-১ এর চেয়রম্যান নেই। অপেক্ষার দিন শেষ হয়ে এসেছে। সোমবার সকালেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির বিদায় নেন। বর্তমানে এ আদালতে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের আসামির বিচার প্রক্রিয়া চলছে।
গত ৫৪ দিন ধরে চেয়ারম্যান না থাকায় এ সব মামলাগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়নি। মামলার শুনানির দিন ধার্য থাকলে শুধুমাত্র পাস অর্ডার দিয়ে দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
একইসঙ্গে এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৯৫ দিন পর নিজামীর মামলার রায়ের ব্যাপারে নতুন করে দিগন্ত উন্মোচন হতে পারে। ২০ নভেম্বর নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল-১।
(দ্য রিপোর্ট/এসএ/এফএস/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)