পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জের ধরে শাজাহান আলী (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী উপজেলার রুপপুর গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে। তিনি পাকশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বালু ব্যবসার টাকা লেনদেন নিয়ে যুবলীগ নেতা শাজাহান আলীর সাথে একই এলাকার নবীন হোসেনের বিরোধ ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে নতুন রুপপুর কবরস্থানের কাছে পৌঁছালে শাজাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এ সময় শাজাহানের সাথে থাকা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম ও আবুল হোসেন বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে শাজাহানের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যায়। খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/এনআই/মার্চ ২৪, ২০১৭)