মুন্সীগঞ্জ প্রতিনিধি :  মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত আকিজ গ্রুপের আফিল পেপার মিল কারখানায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানার মালিকপক্ষ।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে মিলটিতে আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় ২২ ঘণ্টা পর সে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের চরম অব্যবস্থাপনার জন্যই আগুন নেভাতে দেরি হয়েছে বলে অভিযোগ করে ব্যবস্থাপক (জিএম) আকমল হায়দার বিপ্লব দ্য রিপোর্টকে জানান, মিলটির উৎপাদনশীল তিনটি ইউনিটই সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫০ কেটি টাকা ক্ষতি হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রেজা এ রাব্বী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কারখানায় আগুন দেখতে পায় শ্রমিকরা। দাহ্য পদার্থ আর বাতাস থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিটসহ মোট ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আগুন নিভাতে গিয়ে ৬ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/মার্চ ২৪, ২০১৭)