দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের (১৯-২৩ মার্চ) লেনদেনে টপ টেন গেইনারে উঠে এসেছে এবি ব্যাংক। এ সময় কোম্পানির শেয়ার বেড়েছে ১৫.০৯ শতাংশ। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

টপ টেন গেইনারে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে- আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৭৪ শতাংশ, তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ১৪.১৯ শতাংশ, এমআই সিমেন্টের ১৩.৯৪ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১২.৯৫ শতাংশ, প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ১২.৬৮ শতাংশ, আইসিবির ১১.৩৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১১.১৬ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১০.১৪ শতাংশ ও ইভিন্স টেক্সটাইলসের ৯.৯১ শতাংশ দর বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ২৪, ২০১৭)