পাবনা প্রতিনিধি : জেলার আটঘরিয়ায় আবু হানিফ (৪৫) নামের এক চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া হানিফ আটঘরিয়া উপজেলার নগর চাঁচকিয়া গ্রামের নরজেশ আলীর ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, হানিফ চরমপন্থী সংগঠন ‘নকশাল’ এর আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)