ঢাবি প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ হলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি ঘোষণা উপলক্ষে শুক্রবার (২৪ মার্চ) জগন্নাথ হল প্রাধ্যক্ষের রুমে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জগন্নাথ হলের আবাসিক শিক্ষক তাপস কুমার বিশ্বাস।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ মার্চ সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৬টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্পের প্রদর্শন, সন্ধ্যা ৭টায় নাট্যানুষ্ঠান, রাত ৮টায় দেশাত্মবোধক গান ও আবৃত্তি, রাত ১১টায় মশাল প্রজ্বলন, রাত ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন।

রাত ১১টায় মশাল প্রজ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদাল উপ-উপাচার্য (শিক্ষা) অধাপক ডা. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধাপক আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ ডা. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার পাল।

এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হলের আবাসিক শিক্ষক সুধাংশু শেখর রায়।

(দ্য রিপোর্ট/কেআই/এনআই/মার্চ ২৪, ২০১৭)