ঢাবি প্রতিনিধি : ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত ও জাতীয় গণহত্যা দিবস স্মরণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জগন্নাথ হলের উপাসনালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অসীম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। গ্রুপ "ক" প্লে গ্রুপ থেকে ৩য় শ্রেণি পর্যন্ত প্রতিযোগীতার বিষয় বস্তু উন্মুক্ত, গ্রুপ "খ" ৪র্থ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত প্রতিযোগীতার বিষয়বস্তু বঙ্গবন্ধু ও বাংলাদেশ, গ্রুপ "গ" ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতার বিষয়বস্তু ২৫ মার্চ কালরাত/গণহত্যা। মোট প্রতিযোগীর সংখ্যা প্রায় ২০০ জন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য়, ৩য়সহ মোট ৩টি গ্রুপের ১৫ জনকে এবং অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এআরই/এনআইমার্চ ২৫, ২০১৭)