চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলঙ্কার শপিং কমপ্লেক্সে কর্মচারীর সুজনের (২২) বিরুদ্ধে দোকান মালিক মো. নাসির রায়হানকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে।

নিহত রায়হান সীতাকুণ্ড থানার দক্ষিণ ছলিমপুর কালুশাহ এলাকার গনি হাজী বাড়ির প্রবাসী আবু তাহের ড্রাইভারের একমাত্র ছেলে। তিনি নগরীর অলঙ্কার শপিং কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত ‘মমতাজ টেলিকম’ এর মালিক ছিলেন।

শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ ঘাতক কর্মচারী সুজনকে আটক করেছে।

সিএমপির পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘নিহত রায়হানের দোকানের কর্মচারী ছিল সুজন। সে মালিকের কাছে বেতন বাবত বকেয়া ৪ হাজার টাকা দাবি করে। এ নিয়ে রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুজন দোকানে থাকা একটি কাঁচি নিয়ে রায়হানের পেটে ঢুকিয়ে দেয়। এ সময় গুরুতর আহতাবস্থায় পাশের দোকানদাররা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রায়হানের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মচারী সুজনকে (২২) আটক করে। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছে, রাগের মাথায় রায়হানকে কাঁচি দিয়ে হত্যা করেছে।

(দ্য রিপোর্ট/একেএ/এআরই/এনআই/মার্চ ২৫, ২০১৭)