মুন্সীগঞ্জ প্রতিনিধি : জেলার লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু সাইট পরিদর্শনে এসেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদমন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও নৌমন্ত্রী শাজাহান খান।

রবিবার সকাল ৯টায় মাওয়া এলাকার সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন তিন মন্ত্রী। এ সময় তারা পদ্মা সেতু নির্মাণে মাওয়া ঘাট এলাকার ফেরি, লঞ্চ ও সিবোট ঘাটসহ নানা স্থাপনা স্থানান্তরের বিষয়ে আলোচনা করেন। সেখান থেকে তারা লৌহজং কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। পরে বিআইডব্লিউটিএর নৌজাহাজ সন্ধানীতে করে পদ্মা বক্ষে নদী শাসনের নির্ধারিত স্থান ও ভাঙ্গনকবলিত নদী তীর পরিদর্শন করেন তারা।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামছুদ্দোহা খন্দকার, সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)