দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে রাস্তার বৈদ্যুতিক তার ছিঁড়ে গায়ে পড়ে একই পরিবারের তিনজনসহ মোট ৪ জন দগ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- হোসেন আলী (৪৫), ছেলে মাহাদী (৭), ভাতিজা আবিয়াদ (৮) ও ঠিকাদার আবদুল সাত্তার ঢালী (৫০)। এদের মধ্যে মাহাদী ও আবিয়াদের ৩২ শতাংশ ও সাত্তারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তালতলা নতুনবাগ এলাকায় এ ঘটনা ঘটে ।

মাহাদীর চাচা কামরুজ্জামান জানান, তারা খিলগাঁও তালতলা নতুনবাগ এলাকার নিজস্ব বাড়ির নিচ তলায় থাকেন। সকালে কাজ তারা বাসার সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সামনের রাস্তার বিদ্যুতের তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দ্য রিপোর্ টিুয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে হোসেন আলীর দুই হাত ও মুখ ঝলসে গেছে। তার ছেলে মাহাদী ও ভাতিজা আবিয়াদের ৩২ শতাংশ এবং ঠিকাদার সাত্তারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরএস/একেএ/এমকে/মার্চ ২৫, ২০১৭)