শাহাদাৎ হোসেন, দ্য রিপোর্ট : সরিসা তোলার এখন ভরা মৌসুম, ফলনও ভালো। সিরাজদীখান বাসাইল ইউনিয়নের কৃষকের ব্যস্ততাও বেড়েছে তাই। খেতের সরিসা তোলায় ব্যস্ত রমজান আলী, মফিজ মিয়া জানায়, সরিসার ফলন ভালো।

শ্রমিকের বেতন, সার ও বীজের দাম বেশি। এগুলোর দাম একটু কম হলে ভালো হতো।

বাড়ির পাশের খালি জায়গায় মাড়াই ও ঝাড়া মোছা করছেন গৃহিণী রাবেয়া ও ছাহেরা। প্রতি বছর তাদের এই কাজ করতে হয়।

কষ্ট হলেও সারাবছর একটু ভালো থাকার আসায়। এ জন্য তাদের মনে কোন কষ্ট নেই।

ছবি : শাহাদাৎ হোসেন

(দ্য রিপোর্ট/এপি/মার্চ ২৫, ২০১৭)