দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সড়কের বিপরীত দিকে ট্রাফিক পুলিশ বক্স চেকপোস্টের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি (মামলা নম্বর-৩৭) করেছেন এসআই ইয়াসিন খন্দকার।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এ হামলায় নিহত যুবকই বোমা বহন করছিল। তার মৃতদেহের পাশ থেকে একটি ট্রলি উদ্ধার করে পুলিশ। ট্রলিটি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট স্ক্যান করে। ট্রলির ভেতর থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, এটি কোনো আত্মঘাতী হামলার ঘটনা নয়। সম্ভবত নিহত যুবকটি বোমা বহন করছিল। চেকপোস্টে পুলিশ সদস্যদের দেখে অতিসাবধানতা অবলম্বন করতে গিয়ে অসতর্কতায় বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপি/মার্চ ২৫, ২০১৭)