চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া বাজার এলাকায় ন্যাশনাল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৬২ রাউন্ড গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ মিজানুর রহমান জানান, শনিবার রাতে বারঘোরিয়ায় ন্যাশনাল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৬২ রাউন্ড গুলি ও দুটি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গুলি ও অস্ত্রগুলো বাসের একটি সিটের নিচে রাখা ছিল। তবে সেখানে কেউ ছিল না।

(দ্য রিপোর্ট/এআর/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)