দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা দিবস ‍উপলক্ষে থাইল্যান্ডে গান পরিবেশন করবে জনপ্রিয় গানের দল ‘জলের গান’। থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজক। এ উপলক্ষে গতকাল (২৫ মার্চ) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন জলের গানের সদস্যরা।

জলের গানের অন্যতম সদস্য সাইফুল জার্নাল ব্যাংকক থেকে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আজ ২৬ মার্চ গান করবে জলের গান। এরপর ২৭ মার্চ আরেকটি অনুষ্ঠানে গান করবে। ২৮ মার্চ দলের সদস্যরা ঢাকায় ফিরে আসবে।’

দেশে ফিরেই ২৯ মার্চ সিলেটে একটি অনুষ্ঠানে গান করার কথা রয়েছে দলটির। স্টেজ শো নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জলের গান। সামনের দিনগুলোতেও বেশ কিছু অনুষ্ঠানে গান করার ব্যাপারে কথা চলছে বলে জানিয়েছেন সাইফুল।

(দ্য রিপোর্ট/পিএস/জেডটি/মার্চ ২৬, ২০১৭)