দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আগত থাই এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।  র‌বিবার দুপুরের দিকে আটকের এ ঘটনা ঘ‌টে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপ‌রিচালক (ডি‌জি) ড. মঈনুল খান জানান, ফ্লাইট টিজি-৩২১ ব্যাংকক থেকে রবিবার দুপুর পৌ‌নে ২টার দি‌কে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে ওই বিমানের ইকোনমি ক্লাসের ৫২কে সিটের হেলান দেওয়া অংশের সিট কভারের ভিতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

‌তি‌নি আরও জানান, উদ্ধার স্বর্ণের প্রতিটি বারে ১০ তোলা করে মোট ৬.৯৯০ কেজি পাওয়া যায়। ওই স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা। স্বর্ণবারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ঐ সিটে কোন যাত্রী ছিলো না।

তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান শুল্ক গোয়েন্দার মহাপ‌রিচালক।

(দ্য রিপোর্ট/এমএসআর/কেআই/এনআই/মার্চ ২৬, ২০১৭)