নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মোগল হোসেন (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

সোমবার (২৭ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পুলিশ সদস্য মোগল হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল (৮৩১) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজ হোসেনসহ একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া  পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন।

ভোর ৩টার দিকে, দ্রুতগামী একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সিগনাল দেয় পুলিশ। এ সময় সিগনাল না মেনে কনস্টেবল মোগল হোসেনকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় পিকআপ ভ্যানটি।

ঘাতক পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এম/মার্চ ২৭, ২০১৭)