চট্টগ্রাম অফিস : বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসির প্রায় এক হাজার শিক্ষার্থী।

 

সোমবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাকির হোসেন সড়কের ফয়েজ লেক এলাকায় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, বিএমডিসির নির্দেশ অমান্য করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ইউএনটিসি কর্তৃপক্ষ। তাই ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর নিবন্ধন আটকে দেয় বিএমডিসি। নিবন্ধনের দাবি দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ কোটি টাকা জরিমানা ধার্য করে ১ মাসের সময় বেধে দিয়ে কোষাগারে জমা দেওয়ার আদেশ দেয় কর্তৃপক্ষকে। ইউএসটিসি কর্তৃপক্ষ এখনো জরিমানা আদায় না করায় আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ২৭, ২০১৭)