বঙ্গোপসাগরে ৭ জেলে উদ্ধার, ১৩ জলদস্যু আটক
চট্টগ্রাম অফিস : বঙ্গোপসাগরে জেলেদের মাছ লুটপাটকালে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে ১৩ জলদস্যুকে আটক করেছে। রবিবার রাতে বঙ্গোপসাগরের কক্সবাজারের কুতুবদিয়া গভীর সাগরে এ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় মাছধরার ট্রলারে ৭ জন মাঝি-মল্লাকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. ওমর ফারুক সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সমুদ্রে কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন নিয়মিত টহল প্রদানকালে খবর পায় একটি মাছধরা ট্রলারে জলদস্যু আক্রমণ করছে-খবর পাওয়ার পর তাজউদ্দিন জাহাজের অধিনায়ক কমান্ডার এম নাজমুল হাসান দ্রুত জাহাজ নিয়ে ওই ট্রলারের কাছে যায়। কোস্টগার্ড জাহাজ আসতে দেখে জলদস্যু দল পালানোর সময় কোস্টগার্ড জাহাজ তাদেরকে ধাওয়া করে ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক আটক করে।
আটক করার পর ওই বোট থেকে ৩টি দেশীয় পিস্তল, ২২ রাউন্ড তাজা গুলি, ৩টি চাপাতি, ১০টি মোবাইল ফোন এবংসাড়ে ৬ হাজার টাকা জব্দ করা হয়।
তবে আটক জলদস্যু ও উদ্ধার হওয়া মাঝি-মল্লাদের নাম ও পরিচয় জানায়নি কোস্টগার্ড। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কোস্টগার্ড।
(দ্য রিপোর্ট/এম/মার্চ ২৭, ২০১৭)